প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / খেলাধুলা / ফুটবল / হাঁটুতে সফল অস্ত্রোপচার নেইমারের, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্বপ্ন

হাঁটুতে সফল অস্ত্রোপচার নেইমারের, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্বপ্ন

ডিসে 24, 2025  Pratidin Bangla  132 views
হাঁটুতে সফল অস্ত্রোপচার নেইমারের, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্বপ্ন

ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের বাঁ-হাঁটুর মেনিসকাসের চোট সারাতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন, তবে সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।

সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ চিকিৎসকই নেইমারের এই আর্থ্রোস্কোপিক সার্জারি সম্পন্ন করেন। এর আগেও একই চিকিৎসক নেইমারের পায়ের ফ্র্যাকচার এবং ২০২৩ সালে হওয়া এসিএল ইনজুরির সফল অস্ত্রোপচার করেছিলেন।

চোটের কারণে গত মৌসুমে বেশ ভোগান্তির মধ্যেও সান্তোসের হয়ে খেলেছেন নেইমার। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে ক্লাবটিকে অবনমনের হাত থেকে রক্ষা করতে শেষ চার ম্যাচে তিনি করেন ৫টি গুরুত্বপূর্ণ গোল, যা দলের জন্য ছিল জীবনরক্ষাকারী।

সফল অস্ত্রোপচারের পর নেইমারের লক্ষ্য এখন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে ফেরা। নতুন কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় জায়গা করে নেওয়াই তার প্রধান উদ্দেশ্য। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড থাকলেও, দীর্ঘ দুই বছরের বেশি সময় জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি।

দীর্ঘ ১৮ মাস সৌদি ক্লাব আল-হিলালে থাকার পর মাত্র ৭ ম্যাচ খেলে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। বর্তমানে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি বছরের শেষেই শেষ হচ্ছে। তবে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।


Share:

ট্যাগস: ফুটবল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *