প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / খেলাধুলা / ফুটবল / না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ খ্যাত জন রবার্টসন

না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ খ্যাত জন রবার্টসন

ডিসে 26, 2025  Pratidin Bangla  91 views
না ফেরার দেশে ‘ফুটবলের পিকাসো’ খ্যাত জন রবার্টসন

স্কটল্যান্ড ও ইংলিশ ফুটবলে নেমে এসেছে গভীর শোক। স্কটল্যান্ডের সাবেক ফুটবলার এবং নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। অসাধারণ নৈপুণ্য ও সৃজনশীল খেলার জন্য নটিংহ্যাম ফরেস্টের সফল কোচ ব্রায়ান ক্লফ তাকে আদর করে ডাকতেন—‘আমাদের দলের পিকাসো’।

নটিংহ্যাম ফরেস্টের ইউরোপীয় সাফল্যের ইতিহাসে জন রবার্টসনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৮০ সালে ইউরোপীয় কাপ ফাইনালে জার্মান ক্লাব হামবুর্গকে হারিয়ে শিরোপা ধরে রাখে ফরেস্ট। সেই ঐতিহাসিক ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন রবার্টসন নিজেই।

আন্তর্জাতিক ফুটবলেও তার অবদান ছিল অনস্বীকার্য। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেন তিনি। পরের বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে স্কটল্যান্ডের হয়ে চতুর্থ গোলটিও আসে তার পা থেকে। ওই বিশ্বকাপে এটিই ছিল স্কটল্যান্ডের একমাত্র জয়।

স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে জন রবার্টসন খেলেছেন ২৮টি ম্যাচ, গোল করেছেন ৮টি। ক্লাব ক্যারিয়ারে তার সেরা সময় কেটেছে নটিংহ্যাম ফরেস্টে। ১৯৭০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৮৬ ম্যাচে ৬১ গোল করেন এই বাঁ প্রান্তের তারকা। ডার্বি কাউন্টির হয়ে খেলেছেন ৭২ ম্যাচ, যেখানে গোল করেছেন ৩টি।

খেলা ছাড়ার পরও ফুটবল থেকে দূরে সরে যাননি রবার্টসন। সাবেক সতীর্থ মার্টিন ও’নিলের সহকারী কোচ হিসেবে ওয়াইকম্ব ওয়ান্ডারার্স, নরউইচ সিটি, লেস্টার সিটি, সেল্টিক ও অ্যাস্টন ভিলার মতো ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে নটিংহ্যাম ফরেস্ট ও স্কটল্যান্ড ফুটবলের এক স্বর্ণালি অধ্যায়ের অবসান ঘটল। ফুটবলপ্রেমীদের হৃদয়ে ‘ফুটবলের পিকাসো’ জন রবার্টসন চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *