প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / বিনোদন / ছেলে তারকা হোক, চাইতেন না শাহরুখ খান!

ছেলে তারকা হোক, চাইতেন না শাহরুখ খান!

ডিসে 23, 2025  Pratidin Bangla  94 views
ছেলে তারকা হোক, চাইতেন না শাহরুখ খান!

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’–এর মাধ্যমে ওটিটি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সিরিজটির সাফল্যের পর রাতারাতি নিজের পরিচয় তৈরি করেছেন এই স্টারকিড।

তবে বিষয়টি নতুন নয় যে, আরিয়ানকে নিয়ে বরাবরই ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল শাহরুখ খানের। ২০১৫ সালে ‘দিলওয়ালে’ সিনেমা মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ মন্তব্য করেছিলেন, তিনি কখনওই তার পুত্রকে তারকা হতে দেবেন না। সেই মন্তব্যই সম্প্রতি আবারও আলোচনায় এসেছে।

পরবর্তীতে আরেকটি সাক্ষাৎকারে শাহরুখ খান ব্যাখ্যা করেছিলেন, আরিয়ান তারকা না হওয়া পর্যন্ত যেন তার নিজের খ্যাতি বজায় থাকে—এই ভাবনা থেকেই তিনি এমন মন্তব্য করেছিলেন।

‘দিলওয়ালে’ মুক্তির আগের সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে শাহরুখ বিষয়টি অস্বীকার করেন। তবে কথার ফাঁকে তিনি বলেন, “আমি আমার ছেলেকে কখনোই আমার মতো তারকা হতে দেব না।” মূলত আগের বক্তব্যের যুক্তি ব্যাখ্যা করতেই এমন মন্তব্য করেছিলেন তিনি।

পরে অবশ্য শাহরুখ খান পরিষ্কার করেন, তিনি প্রায়ই রসিকতার ছলে নানা মন্তব্য করে থাকেন। সেগুলোকে অতটা গভীরভাবে না নিয়ে মজা হিসেবেই দেখা উচিত।

বর্তমানে বাস্তবতা ভিন্ন। আরিয়ান খান ইতোমধ্যেই একজন সফল পরিচালক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার সঙ্গে কাজ করা অভিনেতাদের দাবি, আরিয়ান একেবারেই মাটির মানুষ। তারকাসন্তান হওয়ার কোনো বিশেষ আচরণ বা অহংকার তার মধ্যে দেখা যায় না।

সহকর্মীদের সঙ্গে হাসিখুশি পরিবেশে কাজ করতে ভালোবাসেন আরিয়ান—যা তাকে আলাদা করে প্রশংসিত করেছে।


Share:

ট্যাগস: বিনোদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *