প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / বিনোদন / মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ গড়ল নতুন রেকর্ড

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ গড়ল নতুন রেকর্ড

জানু 02, 2026  Pratidin Bangla  79 views
মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ গড়ল নতুন রেকর্ড

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে আলোচনায় থাকা ‘জননায়গন’ মুক্তির আগেই বক্স অফিসে ইতিহাস গড়েছে। মালয়েশিয়ায় আয়োজিত সিনেমাটির অডিও লঞ্চ অনুষ্ঠানের পর থেকেই শুরু হয় টিকিট বুকিং, আর তাতেই রেকর্ড গড়েছে রাজনৈতিক অ্যাকশন ঘরানার এই সিনেমা।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটির মুক্তি এখনো এক সপ্তাহ দূরে এবং কোনো অফিসিয়াল ট্রেলার প্রকাশ না হলেও প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই আয় পৌঁছেছে প্রায় ১৫ কোটি রুপিতে।

বিশেষ করে ভারতের বাইরের বাজারে ‘জননায়গন’ নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ। শুধু বিদেশি অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি আয় করেছে আনুমানিক ১১ থেকে ১২ কোটি রুপি। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজার থেকে এসেছে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব।

অন্যদিকে, ভারতে এখন পর্যন্ত সিনেমাটির অগ্রিম বিক্রি তুলনামূলকভাবে কম—প্রায় তিন কোটি রুপি। তবে ট্রেড বিশ্লেষকদের মতে, এটি স্বাভাবিক কারণ বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালায় টিকিট বুকিং চালু রয়েছে। তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে আয় দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ এসব অঞ্চল বিজয়ের সিনেমার প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।

রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগে ‘জননায়গন’ই থালাপতি বিজয়ের শেষ সিনেমা—এই বিষয়টিও দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ।


Share:

ট্যাগস: বিনোদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *