প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / আন্তর্জাতিক / তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ নিহত

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ নিহত

ডিসে 27, 2025  Pratidin Bangla  123 views
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ নিহত

তুরস্কের রাজধানী আঙ্কারার নিকটবর্তী এলাকায় একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই তার বহনকারী ব্যক্তিগত জেটটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় বিমানে থাকা সকল আরোহী নিহত হন। নিহতদের মধ্যে লিবিয়ার চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং তিনজন ক্রু সদস্য রয়েছেন। তুর্কি কর্তৃপক্ষ আল জাজিরাকে জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত অন্য সামরিক কর্মকর্তারা হলেন— লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিব, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাউই, চিফ অব স্টাফের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাবি ডায়াব এবং চিফ অব স্টাফের কার্যালয়ের সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবিবাহ এক ফেসবুক পোস্টে আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা নিহত হন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই ক্ষতি শুধু সামরিক বাহিনীর নয়, পুরো জাতির জন্যই এক অপূরণীয় শোক।

উল্লেখ্য, মোহাম্মদ আলী আল-হাদ্দাদ ছিলেন পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার। তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে বিভক্ত লিবিয়াকে একীভূত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।


Share:

ট্যাগস: আন্তর্জাতিক

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *