বেগম খালেদা জিয়ার দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ মানুষ অংশ নেন। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, আগারগাঁও ও কারওয়ান বাজার পর্যন্ত মানুষের ঢল নামে।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক প্রতিনিধি, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত এই নেত্রীর মৃত্যুতে দেশ হারাল এক আপসহীন রাজনৈতিক অভিভাবককে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *