জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অবশেষে নিজের ব্যক্তিজীবন নিয়ে চলমান সব জল্পনার অবসান ঘটালেন। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। হোয়াটসঅ্যাপে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তাহসান জানান, তাঁদের বিচ্ছেদের ঘটনা সত্য হলেও এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না।
সম্প্রতি তাহসান ও রোজার বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলেও তাঁদের একসঙ্গে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তাহসান বলেন, অ্যানিভার্সারি উদ্যাপন নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সত্য নয়।
তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরের আগেই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীত জগত থেকেও অনেকটা দূরে রয়েছেন। শারীরিক ও মানসিকভাবে ভালো না থাকার কথাও স্বীকার করেন এই শিল্পী।
বর্তমানে একা একা ভ্রমণ ও বই পড়েই সময় কাটাচ্ছেন তাহসান। এই কঠিন সময় পার করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *