নারায়ণগঞ্জের খানপুরে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৮০৯ টাকা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা যায়, ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ (পূর্ত কাজ-৩) বাস্তবায়নের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে সাতটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব কারিগরি মূল্যায়নে উত্তীর্ণ হয়।
দরপত্র মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে নির্বাচিত করা হয়। নির্ধারিত অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানটি পূর্ত কাজ বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, প্রথম সংশোধিত প্রকল্পটি চলতি বছরের ১৮ জুন একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীপথে পণ্য পরিবহন সহজ হবে এবং দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন গতি আসবে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *