তিন বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণরের বিয়ে দিয়েছিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন আসিফ আকবর। ছবিতে দেখা যায়—ছেলে ও পুত্রবধূর সঙ্গে আসিফ আকবর এবং তার স্ত্রী বেগম সালমা আসিফ।
ছবির ক্যাপশনে আসিফ জানান, তার ছোট ছেলে রুদ্রের জীবনসঙ্গিনীর নাম লামিয়া তানজিম শ্রেয়সী। শ্রেয়সীর বাবার নাম বাদল শাহরিয়ার। নতুন জীবনে পা রাখা রুদ্র ও শ্রেয়সীর দাম্পত্য জীবন সুখী ও সুন্দর হোক—এমন কামনা করেন তিনি।
একই সঙ্গে ছেলে ও বৌমার জন্য সবার কাছে দোয়া চেয়ে আসিফ লেখেন, তাদের নতুন জীবনের পথচলা যেন ভালোবাসা ও শান্তিতে ভরে ওঠে।
এদিকে আসিফ আকবর জানান, তার বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিভাগে কর্মরত। ছুটি না পাওয়ায় তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি বড় পুত্রবধূ ইসমাত শেহরীন ঈশিতাও পরীক্ষার কারণে টরন্টোতেই ছিলেন।
এই অনুপস্থিতি পরিবার খুব মিস করেছে বলে আবেগ প্রকাশ করেন আসিফ আকবর। স্ট্যাটাসের শেষাংশে সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে তিনি লেখেন, “সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।”
আসিফ আকবরের এই পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি রুদ্র ও শ্রেয়সী।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *