চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে এক শিক্ষককে দীর্ঘ সময় অবরুদ্ধ রাখার অভিযোগ। শনিবার দুপুরে আইন অনুষদের সামনে চাকসুর চার নেতার নেতৃত্বে সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে পরীক্ষাকেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং মুঠোফোন তল্লাশিও চালানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্র তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এবং একপর্যায়ে অটোরিকশায় তুলে প্রক্টর অফিসে নেওয়া হয়। প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৯টার দিকে প্রক্টরের গাড়িতে করে তাঁকে ক্যাম্পাস ত্যাগ করতে দেওয়া হয়। চাকসু নেতারা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, শিক্ষক পালানোর সময় আঘাত পেয়েছেন। অন্যদিকে শিক্ষক নিজে সব অভিযোগ নাকচ করে বলেন, তিনি কোনো রাজনৈতিক দমন–পীড়নে যুক্ত ছিলেন না। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *