Tuesday, May 7, 2024
spot_img
Homeহলিডে রেসিপিঘরে বসে ডোনাট বানানোর পারফেক্ট রেসিপি

ঘরে বসে ডোনাট বানানোর পারফেক্ট রেসিপি

হলিডে রেসিপি ডেস্ক | প্রতিদিনবাংলা.কম

বাইরের শপের কেনা খাবার খাওয়ার অভ্যাস করোনা আসার পরে অনেকটাই কমে গেছে। সেই সুযোগে গড়ে উঠেছে অনলাইনে হোমমেড খাবারের ব্যবসা।বড় বড় খাবারের শপে থরে থরে সাজানো খাবারগুলো হুবহু তৈরি করছেন এই উদ্যোক্তারা।  

তার মানে চাইলে ঘরে প্রিয়জনের জন্য নিজেই তৈরি করতে পারেন, দারুণ মজার এই খাবারগুলো। যেমন ডোনাট, এটি পছন্দ করে না, এমন শিশু থেকে বুড়ো খুঁজে পাওয়া কঠিন। এবার থেকে ঘরেই তৈরি করুন ইমামি, টেস্টি দেখতেও সুন্দর ডোনাট। সহজে তৈরি করতে জেনে নিন পারফেক্ট রেসিপি:

উপকরণ
ময়দা- ২ কাপ, ইস্ট- ১ চা চামচ, লবণ- সামান্য, ডিম -১টি, চিনি -১/২ কাপ, দুধ -১/২ কাপ, মাখন গলানো- ১/৩ কাপ, তেল ভাজার জন্য- পরিমাণমতো।  
সাজানোর জন্য গলানো চকলেট- ১ কাপ ও সুইট বল- ১ প্যাকেট, আইসিং সুগার আধা কাপ।  

যেভাবে করবেন 
প্রথমে হালকা গরম দুধ নিয়ে এতে ইস্ট, লবণ আর চিনি দিয়ে মিশিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। আরেকটি বড় বোলে ময়দা আর মাখন দিয়ে ভালো করে মেখে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে এতে ডিমটা ভেঙে দিয়ে এর ওপর ইস্টের মিশ্রণটুকু ঢেলে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিন।  

এবার ঢাকনা দিয়ে ঢেকে একটি গরম জায়গায় রেখে দিতে হবে এক ঘণ্টা। ওভেন গরম করে নিয়ে বন্ধ করে সেখানে রেখে দিতে পারেন।  ডো ফুলে উঠলে এটাকে বের করে কিছুক্ষণ মেখে নিন। এরপর আধা ইঞ্চি পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। এবার ডোনাটের আকারে কেটে নিয়ে সবগুলোকে একটা সুতি কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে।  

ডুবো তেলে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ডোনাটগুলোকে বাদামি করে ভেজে নিন। কিচেন টিস্যু দিয়ে বাড়তি তেলটা শুষে নিলে গলানো চকলেটে ডুবিয়ে ওপরে সুইট বল দিয়ে বা আইসিং সুগারে গড়িয়ে পরিবেশন করুন।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments