প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / খেলাধুলা / ক্রিকেট / সেমিফাইনালেই শেষ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্বপ্ন

সেমিফাইনালেই শেষ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্বপ্ন

ডিসে 20, 2025  Pratidin Bangla  129 views
সেমিফাইনালেই শেষ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্বপ্ন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন সেমিফাইনালেই ভেঙে গেছে বাংলাদেশের। টানা দুইবারের চ্যাম্পিয়নরা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৮ উইকেটে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে।

দুবাইয়ে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। নির্ধারিত ৫০ ওভারের পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৭ ওভারের ইনিংসে। টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশ। দলীয় মাত্র ২৪ রানের মধ্যেই চার বলের ব্যবধানে দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার ফিরে যান। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ইনিংস গড়ার চেষ্টা করলেও বড় স্কোর করতে ব্যর্থ হন। ২৬ বলে ২০ রান করে তিনি আউট হন দলীয় ৫৫ রানে।

মিডল অর্ডারে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একমাত্র সামিউন বশির কিছুটা দৃঢ়তা দেখান। তবে অন্য প্রান্তে সঙ্গীর অভাবে চাপ সামলাতে পারেনি দল। শেষ পর্যন্ত ২৭তম ওভারের তৃতীয় বলে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। সামিউন বশির ৩৭ বলে ৩৩ রান করেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে আব্দুল সুবহান ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪টি উইকেট শিকার করেন। হুজাইফা আহসান নেন ২টি উইকেট।

১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই একটি উইকেট হারালেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। সামির মিনহাস ও উসমান খানের দ্বিতীয় উইকেট জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তারা ৮৫ রানের জুটি গড়েন।

উসমান খান ২৬ বলে ২৭ রান করে ফিরলেও অপরাজিত থেকে দলকে জয়ের পথে রাখেন সামির মিনহাস। তিনি ৫৭ বলে ৬৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আহমেদ হুসাইন ১৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে ইকবাল হোসাইন ইমন ও সামিউন বশির একটি করে উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে পাকিস্তান ফাইনালে উঠে গেছে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *