প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / সারাদেশ / কালো পতাকায় শোকস্তব্ধ ফেনী, দোয়া-মোনাজাতে প্রিয় কন্যা খালেদা জিয়াকে স্মরণ

কালো পতাকায় শোকস্তব্ধ ফেনী, দোয়া-মোনাজাতে প্রিয় কন্যা খালেদা জিয়াকে স্মরণ

ডিসে 31, 2025  Pratidin Bangla  198 views
কালো পতাকায় শোকস্তব্ধ ফেনী, দোয়া-মোনাজাতে প্রিয় কন্যা খালেদা জিয়াকে স্মরণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিহাসের সাক্ষী হয়ে রইল ফেনী জেলা। জেলার প্রায় প্রতিটি সড়ক, বাসভবন ও প্রতিষ্ঠান কালো পতাকায় আচ্ছাদিত। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন।

মঙ্গলবার সকাল থেকেই ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে খালেদা জিয়ার পৈত্রিক বাড়িসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শামিল হতে বিএনপির নেতাকর্মীরা দলে দলে ঢাকা অভিমুখে যাত্রা করেন।

শোক জানাতে পিছিয়ে থাকেননি রাজনৈতিক প্রতিপক্ষরাও। গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন। জামায়াতে ইসলামীর নেতারাও গভীর শোক ও সমবেদনা জানান।

স্থানীয়রা জানান, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি ছিলেন ফেনীর মানুষের গর্ব ও আত্মপরিচয়ের অংশ। পাঁচবার ফেনী-১ আসনের সংসদ সদস্য ও তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রীর মৃত্যুতে জেলায় এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।


Share:

ট্যাগস: সারাদেশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *