প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / রাজনীতি / জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন করল নির্বাচন কমিশন

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন করল নির্বাচন কমিশন

ডিসে 20, 2025  Pratidin Bangla  83 views
জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।

এর আগে ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। পরে ১৮ ডিসেম্বর ইসি একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে মনোনয়ন সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনে।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। সব প্রস্তুতি শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী নির্ধারিত সময়সূচির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হবে।

সূত্র: বাসস


Share:

ট্যাগস: রাজনীতি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *