প্রতিদিন বাংলা - সত্য প্রকাশে সর্বদা পাশে

Header
collapse
...
হোম / সারাদেশ / হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ ও গুলিতে নিহত ৫, আহত অন্তত ১০

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ ও গুলিতে নিহত ৫, আহত অন্তত ১০

ডিসে 23, 2025  Pratidin Bangla  203 views
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ ও গুলিতে নিহত ৫, আহত অন্তত ১০

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি আলাউদ্দিন (৪০), সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, জাগলার চরের জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী চরের একাধিক জমি বিক্রি করে। পরবর্তীতে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে।

একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করলে দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। এরপর উভয় গ্রুপ আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালাতে থাকে।

অভিযোগ রয়েছে, চর দখলের সঙ্গে যুক্ত ডাকাত আলাউদ্দিনের সঙ্গে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নিজাম মেম্বার এবং বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠতা রয়েছে। তারা কোপা সামছু বাহিনীকে চর থেকে বিতাড়িত করে জমি দখলের লক্ষ্যে আঁতাত করেন বলে স্থানীয়দের অভিযোগ।

এই বিরোধের জেরে মঙ্গলবার সকালে কোপা সামছু ও আলাউদ্দিন পক্ষ মুখোমুখি অবস্থানে এসে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ পাঁচজন নিহত হন। আলাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে চারজনের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল। স্থানীয়দের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে জানতে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, পাঁচজন নিহতের মধ্যে চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


Share:

ট্যাগস: সারাদেশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *