সিনিয়র করেসপন্ডেন্ট | প্রতিদিনবাংলা.কম
রোববার বিকেলে রাজধানীর রামপুরা ট্রাফিক বক্সে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদের সঙ্গে ট্রাফিক পুলিশের আচরণকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে। তোফায়েল দাবি করেন, রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুছরুত হাছান তাকে অপমান করেন এবং ভবিষ্যতে ‘লটকিয়ে রাখার’ হুমকি দেন।
তোফায়েলের বক্তব্য অনুযায়ী, রোববার বিকেলে রামপুরা ব্রিজের সামনে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ তাকে থামায়। মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে কিছু অস্পষ্টতা থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাকে ট্রাফিক বক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে এসি নুছরুত হাছান উপস্থিত ছিলেন। তোফায়েল জানান, এসি তাকে প্রায় ১০ মিনিট গালাগাল করেন এবং তার গাড়ির চাবি নিয়ে ‘নেক্সট টাইম পেলে লটকিয়ে রাখার’ হুমকি দেন। মোবাইল ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করলে তা ট্রাফিক ইন্সপেক্টর তার হাত থেকে ছিনিয়ে নেন।
ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাংবাদিকরা তোফায়েলের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি জানতে চাইলে এসি নুছরুত হাছান অভিযোগ অস্বীকার করে বলেন, “দায়িত্ব পালনের সময় সামান্য উচ্চবাচ্য হয়েছে।”
এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী ফোনে দুঃখ প্রকাশ করেন এবং জানান, ঘটনার সঠিক তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক মহলে এই ঘটনার ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।



