বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং মোস্তাফিজুর রহমান ভূইয়া-দিপুর অনুসারী নারায়নগঞ্জ-১, রূপগঞ্জ থানা তারাব পৌরসভা ৯নং ওয়ার্ড এর উদ্যোগে ৯নং ওয়ার্ডের প্রধান শাখা উদ্ভোধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন (সহ-সভাপতি পৌর বি.এন.পি), শাহরিয়ার প্রধান আবিদ (সদস্য নারায়ণগঞ্জ জেলা), আরিফ হাসান যুগ্ন আহবায়ক (পৌর যুবদল), হেলাল মিয়া (সেচ্ছা সেবক পৌরসভা), আফজাল কবীর, হাফিজুর রহমান পিন্টু, তাশিক হক ওসমান, আরিফ হাসান আরব, এছাক (সহ-সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড), মোঃ আলাউদ্দীন (সহ-সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড) মোঃ আজহার মীর (সহ-সাধারণ সম্পাদক) সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্ভোধন শেষে বক্তব্যের মূল আলাচনার বিষয় বস্তু ছিল মাদকমুক্ত সমাজ ব্যবস্থাপনা ও দলের পথ নির্দেশনা।



