সিনিয়র করেসপন্ডেন্ট | প্রতিদিনবাংলা.কম
তাবলিগের আমির রফিক সাহেবের উদ্যোগে সাধারণ খেটে খাওয়া মানুষ ও মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের কথা চিন্তা করে কম মূল্যে বিভিন্ন প্রকার তরকারি ও নিত্যপ্রয়াজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করার লক্ষ্যে একটি নতুন বাজার স্থাপন করেছেন। এই বাজারটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরাব পূর্ব পাড়ায় অবস্থিত যা তারাব পৌরসভার অন্তরভূক্ত । ঢাকা ও নারায়ণগঞ্জে যে সকল কাচাঁ বাজার রয়েছে তার মধ্যে সবচেয়ে কম মূল্যে পণ্য সরবরাহ করার কারনে অত্র এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে । খবর পেয়ে আমরা মাঠ পর্যায়ে গিয়েছি এবং জানার চেষ্টা করেছি কিভাবে রফিক সাহেব এতো কমমূল্যে এই সব দ্রব্য সামগ্রী সরবরাহ করে থাকেন।
উনারদের ভাষ্য অনুযায়ী অত্রএলাকায় ছোট বড় বাজার রয়েছে। কিন্তু সর্বত্রই দ্রব্য সামগ্রীর মূল্য লাগামহীন। এই এলাকা শিল্প ও জনবসতিপূর্ণ এলাকা। এখানে বেশির ভাগ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষের বসবাস। এ এলাকায় প্রচুর গার্মেন্টস ও টেক্সটাইল থাকার কারনে দেশের বিভিন্ন জেলার প্রচুর বহিরাগত মানুষ এখানে বাস করে। এই সব সাধারন খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে রফিক সাহের কম মূল্যে বিভিন্ন তরি তরকারি ও নিত্য প্রয়জনীয় দ্রব্য সামগ্রী মানুষকে সরবরাহ করার লক্ষ্যে মাঠ পর্যায় থেকে পণ্য সংগ্রহ করে থাকেন। মূলত তিনি তাবলিগ করেন বিধায় গ্রাম থেকে গ্রামে উনার মালটি কমিউনিকেশন রয়েছে। যার কারনে সরাসরি কৃষক থেক পণ্য খুচরা বাজারে বিক্রি করতে পারছেন এবং অন্যান্য বাজার থেকে কম মূল্যে পণ্য বিক্রি করে অত্র এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। ভবিষ্যতে তিনি বাজার ব্যবস্থাপনায় সাধারন মানুষের জন্য আরো সুযোগ সুবিধা নিয়ে আসবেন।



