Friday, November 21, 2025
spot_img
Homeরাজনীতিদেশের ফিরে ১৭ বছর পর মায়ের সঙ্গে ডা. জোবাইদার সাক্ষাৎ

দেশের ফিরে ১৭ বছর পর মায়ের সঙ্গে ডা. জোবাইদার সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | প্রতিদিনবাংলা.কম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে মায়ের সঙ্গে দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি।

সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ডা. জোবাইদা রহমান তার অসুস্থ মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ ১৭ বছর পর সাক্ষাৎকালে আবেগাপ্লুত হয়ে পড়েন মা ও মেয়ে।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান ডা. জোবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করার পর থেকেই জোবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যদের পক্ষে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বেলা সোয়া ১১টার দিকে খালেদা জিয়াকে নিয়ে গাড়িবহর তার বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয়।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. জোবাইদা রহমান। এরপর থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি। দীর্ঘদিন পর মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি দেশে ফেরেন। ডা. জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু ধানমন্ডির মাহবুব ভবনে থাকেন। তার বাবা ছিলেন সাবেক নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments