স্পেশাল করেসপন্ডেন্ট | প্রতিদিনবাংলা.কম
চিটাগাং রোড বাস স্ট্যান্ড এলাকায় সিটি কর্পোরেশনের অবহেলার কারণে ময়লার স্তূপ প্রতিদিনই বেড়ে চলেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্ট্যান্ডের কেন্দ্রস্থলসহ আশপাশের এলাকায় বিশাল পরিমাণে জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যার ফলে পথচারী, যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এই এলাকায় ময়লা অপসারণে অনিয়মিত। বিশেষ করে ঈদের পরে এবং বর্ষার শুরুতেই এই সমস্যা আরও প্রকট হয়েছে।
এদিকে একটানা বৃষ্টিপাতে এসব ময়লা ভেসে গিয়ে ড্রেনের মুখগুলো আটকে গেছে, ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানি জমে থাকার কারণে দুর্গন্ধ আরও তীব্র হয়েছে এবং মশার উপদ্রব বেড়েছে। স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে বলে জানান একজন ওষুধ দোকানদার।
স্থানীয় গাড়ি চালকরা বলেন,
“প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্ট্যান্ড ব্যবহার করে, অথচ এই ময়লার কারণে কেউ আর দাঁড়াতে পারে না। রাস্তার পাশ দিয়ে হাঁটাও যায় না। কেউ কিছু বলে না, সিটি কর্পোরেশনের লোকজন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না “।
পথচারীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা বলছেন, নিয়মিত ময়লা অপসারণ, ড্রেন পরিস্কার এবং মোবাইল টিমের মাধ্যমে এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হবে।



